মহৎ ও আদর্শ জীবন গঠনে শৃঙ্খলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিম্নোক্ত নিয়ম শৃঙ্খলা ছাত্র-ছাত্রীদের জন্য অবশ্য পালণীয়ঃ
	- স্কুলে নির্ধারিত পোশাক পরিধান করা বাধ্যতামূলক। অন্যথায় শ্রেণি কার্যক্রমে অংশ গ্রহণ করতে দেওয়া হবে না।
 
	- নির্দিষ্ট সময়ে নিয়মিত স্কুলে আসা।
 
	- সকল পরীক্ষায় যথাসময়ে অংশগ্রহণ করা।
 
	- শ্রেণিকক্ষ পরিস্কার পরিচ্ছন্ন রাখা ও আসবাবপত্র সংরক্ষণ করা।
 
	- স্কুলে অনুপস্থিত থাকলে, অনুপস্থিতি প্রতিবেদন অংশে অভিভাবকের স্বাক্ষরসহ অনুপস্থিতির কারণ লিখে দিতে হবে। অন্যথায় শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
 
	- স্কুলে ডায়েরী নিয়ে আসা ও শ্রেণি পাঠ্যক্রম লিপিবদ্ধ করা।
 
	- প্রতি মাসের বেতন ১ থেকে ১০ তারিখের মধ্যে অগ্রিম পরিশোধ করতে হবে।
 
	- ক্লাস চলাকালীন সময়ে শ্রেণি কক্ষে অভিভাবকের প্রবেশ নিষেধ।
 
	- প্রতিদিনের পাঠ্যক্রম, স্কুল কার্যক্রম, শিক্ষা কার্যক্রম বা অন্য যে কোন বিষয়ে অভিভাবক গণের অভিযোগ, পরামর্শ বা মতামত স্কুল কার্য দিবসে ছাত্র-ছাত্রীদের স্ব স্ব শ্রেণিতে উপস্থিত থেকে উক্ত বিষয় শিক্ষক-শিক্ষিকাদের জানাতে পারেন।
 
	- পরীক্ষার ফলাফল বিবরণী গ্রহণ করার পর ৪ দিনের মধ্যে অভিভাবকের স্বাক্ষরসহ শ্রেণি শিক্ষক/শিক্ষিকার নিকট ফেরত পাঠাতে হবে। কোনক্রম ফলাফল বিবরণী হারালে প্রত্যেক ছাত্র/ছাত্রীকে উক্ত বিবরণীর জন্য ১০০ টাকা দিতে হবে।
 
 
                             
                            
                                                            
                            
                                ছাত্র-ছাত্রীর আচরণ বিধি
	- স্কুল বন্ধ ব্যতীত প্রতিদিন যথাসময়ে বিদ্যালয়ে আসবো।
 
	- প্রতিদিন গোসল করে, পরিস্কার-পরিচ্ছন্ন হয়ে স্কুল ড্রেস পরে জুতা মোজা পায়ে দিয়ে বিদ্যালয়ে আসবো।
 
	- প্রতিদিনের পড়া প্রতিদিন শিখে আসবো।
 
	- বড়দের সালাম/আদাব দিব, শ্রদ্ধা করব এবং ছোটদের স্নেহ করবো।
 
	- শিক্ষকদের সম্মান করব এবং তাদের উপদেশ মেনে চলবো।
 
	- বিষয়ভিত্তিক খাতা, বই ও কলম/পেন্সিল নিয়ে আসবো।
 
	- নখ, চুল ছোট করবো এবং চুল আঁচড়িয়ে বিদ্যালয়ে আসবো।
 
	- শ্রেণি শৃঙ্খলা বজায় রাখবো, শ্রেণিকক্ষ ও বিদ্যালয়ে আঙ্গিনা অপরিচ্ছন্ন/নোংরা করবো না।
 
	- বিদ্যালয়ের আসবাবপত্র যত্ন সহকারে ব্যবহার করবো।
 
	- বিদ্যালয়ের দেয়ালে ও বেঞ্চে কিছু লিখবো না।
 
	- অনুমতি না নিয়ে অন্যের কোনো কিছু ব্যবহার করবো না। শ্রেণিকক্ষে/বিদ্যালয়ে কোন কিছু পেলে শিক্ষকের নিকট তা জমা দেবো।
 
	- প্রতিদিন সমাবেশে অংশগ্রহণ করবো।
 
	- বিদ্যালয়ে সাংস্কৃতিক কর্মকান্ড ও খেলাধূলায় অংশগ্রহণ করবো।
 
	- ছেলে-মেয়ে সবাই সমান তা মেনে চলবো।
 
	- টয়লেট ব্যবহার করার পর সাবান দিয়ে হাত ধৌত করব এবং টয়লেট পরিস্কার রাখব।
 
	- অপরিচিত লোকের দেয়া কোন কিছু খাবো না এবং তাদের সাথে যাবো না।
 
	- নামাজের সময় নামাজ পড়বো/প্রার্থনার সময় প্রার্থনা করবো।
 
	- শ্রেণিপাঠে মনোযোগ দেবো এবং হাতের লেখা সুন্দর করবো।
 
	- শিক্ষকের অনুমতি না নিয়ে বিদ্যালয় ত্যাগ করবো না।
 
 
 
	
	স্কুল ড্রেসের বিবরণ
	
	
		
			
			ছাত্রঃ প্লে থেকে ১ম শ্রেণি
			 | 
			
			ছাত্রীঃ প্লে থেকে ১ম শ্রেণি
			 | 
		
		
			| শার্ট | 
			সাদা হাফ হাতা প্লেইন শার্ট, কালো টাই, সোল্ডার ও পকেটে ঢাকনা থাকবে। | 
			শার্ট | 
			সাদা হাফ হাতা প্লেইন শার্ট, কালো টাই, সোল্ডার থাকবে। | 
		
		
			| প্যান্ট | 
			কালো রঙের স্বাভাবিক থ্রি কোয়াটার শার্ট প্যান্ট ইন করা থাকবে। | 
			স্কার্ট | 
			কালো রঙের, কোমরে কুচি থাকবে। | 
		
		
			
			ছাত্র ঃ ২য় থেকে ৫ম শ্রেণি
			 | 
			
			ছাত্রীঃ ২য় থেকে ৫ম শ্রেণি
			 | 
		
		
			| শার্ট | 
			সাদা হাফ হাতা প্লেইন শার্ট, কালো টাই সোল্ডার ও পকেট ঢাকনা থাকবে। | 
			কামিজ | 
			সাদা হাফ হাতা গোল গলা, কালো বেল্ট, কালো ক্রস বেল্ট, মাথায় স্কার্ফ বা ওড়না। | 
		
		
			|  প্যান্ট | 
			কালো রঙের স্বাভাবিক ফুল প্যান্ট। শার্ট প্যান্ট ইন করা থাকবে। | 
			সেলোয়ার | 
			সাদা স্বাভাবিক ডিজাইনের। | 
		
		
			| সুয়েটার | 
			নেভী ব্লু রংয়ের। | 
			সুয়েটার | 
			নেভী ব্লু রঙের (বুক ফাড়া) | 
		
		
			| জুতা | 
			কারো রঙের। | 
			জুতা ও মোজা | 
			জুতা কালো রঙের এবং মোজা প্লেইন সাদা। | 
		
		
			| মোজা | 
			প্লেইন সাদা জুতায় অন্য কোন রং এর ডিজাইন থাকতে পারবে না। | 
			চুল | 
			সাদা ফিতায় বেনী করে আসতে হবে। | 
		
		
			|   | 
			  | 
			সাজগোজ | 
			মেকাপ, লিপস্টিক, কাজল ও গহনা পরিধান নিষিদ্ধ। | 
		
	
বিঃদ্রঃ স্কুলের নির্ধারিত পোশাক ছাড়া কোন ছাত্র/ছাত্রীকে স্কুলে কার্যক্রমে অংশগ্রহনের সুযোগ দেওয়া হবে না।